পাকিস্তানি কূটনীতিকদের ইন্ধনে দেশে নাশকতা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৩:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

kamrul-maya_116217_0পাকিস্তানি কূটনীতিকদের ‘ইন্ধনে’ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশে ‘নাশকতা’ করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী সমর্থক গোষ্ঠীর ‘প্রতিবাদী অবস্থান ও সমাবেশ’ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।

 কামরুল বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট পাকিস্তানি কূটনীতিকদের ইন্ধনে দেশের মধ্যে নাশকতার করছে।’ তিনি বলেন, ‘২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটা সন্ত্রাস। তারা এই হরতাল সন্ত্রাসের পথ পরিহার করে আসলে তাদের সঙ্গে সংলাপ হলেও হতে পারে।’

 খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আজ আর তাদের নিজেদের কথায় আর চলে না। বিএনপি চলে লন্ডন থেকে তারেকের ইশারায়। দলের কখন কী কর্মসূচি ঘোষণা করা হয়, সিনিয়র নেতারাও জানেন না। খালেদা জিয়া কাঠের পুতুল হয়ে কার্যালয়ে বসে আছেন। আর তার সব নির্দেশনা পরিচালিত হচ্ছে লন্ডন থেকে।’

সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বাংলাদেশে চলমান সহিংসতায় পাকিস্তানি দূতাবাসের হাত রয়েছে। পাকিস্তান যেভাবে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশকেও তারা সেদিকে নিয়ে যেতে চায়।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া পুত্রশোকে কাতর নন। ক্ষমতায় যাওয়ার জন্য ব্যাকুল।’

 সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রায়হান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G