পাকিস্তানে কালো দিবস ঘোষণা

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২১ অপরাহ্ণ

পাকিস্তানের ম্যাপআর্ন্তজাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

শুক্রবার কালো দিবস ঘোষণা করেছে পাকিস্তানের ধর্মীয় রাজনৈতিক দলগুলো ।

প্যারিসে শার্লি হেবদো’র নতুন সংখ্যায় আবারো মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে এ ঘোষণা দেয়া হয়েছে।

তেহরিক হুরমাত-ই-রাসূল, জামাত-ই-ইসলামী, জামাতুদ দাওয়া, সুন্নী তেহরিক ও সুন্নী ইত্তেহাদ কাউন্সিলসহ ২০টিরও বেশি ধর্মীয় রাজনৈতিক সংগঠন গেল বৃহষ্পতিবার এ প্রকাশনার বিরুদ্ধে দেশব্যাপি আন্দোলনের ডাক দেয়।

আজ জুম্মার নামাজের পর প্রাদেশিক মহানগর চৌবুর্জি থেকে এ প্রতিবাদী আন্দোলন শুরু হবে। এ আন্দোলনের পক্ষে একাত্বতা প্রসঙ্গে নেতারা মুসলিম দেশগুলোকে এক হয়ে আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বান জানায়।

মত প্রকাশের নামে মুসলমানদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ওআইসি ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপও কামনা করে পাকিস্তানের অন্যতম ধর্মীয় রাজনৈতিক দল আওয়ামী তেহরিক।

প্রতিক্ষণ/এডি/তৌহিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G