পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ হত্যার ষড়যন্ত্রে জড়িত-ইমরান খান

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২২ সময়ঃ ১০:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

হাসপাতাল থেকে বেরিয়ে আহত খান সরাসরি টিভিতে ভাষণ দিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেছেন তাঁকে হত্যা করা জন্য গুলি করা হয়েছে। রাজধানীর দিকে প্রতিবাদ মিছিল বাধা দিতেই এটা করা হয়। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেছেন। হত্যা প্রচেষ্টার পরে বন্দুকের গুলিতে আহত হয়ে হাসপাতালে সুস্থ হয়েছেন খান। হুইলচেয়ারে বসে – তার ডান পা প্ল্যাষ্টার এবং বাম পা ভারী ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইমরান খান এক ঘন্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন।

খান বৃহস্পতিবারের হামলার পর তার প্রথম প্রকাশ্যে বক্তব্যে শুক্রবার সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ  এমন একটি চক্রান্তে জড়িত ছিলেন, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং একজন সিনিয়র সেনা কমান্ডারও অংশ নিয়েছে। এই তিনজন আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে।”

সরকার অবশ্য অভিযোগ অস্বীকার করেছে, এবং “ধর্মীয় চরমপন্থা”য় নিয়ন্ত্রণ একজন বন্দুকধারীর হত্যা প্রচেষ্টা করার জন্য দায়ী করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা এই অভিযোগকে “ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করেছে।

সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান সরকারকে বিষয়টি তদন্ত করতে এবং প্রতিষ্ঠান ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই মানহানি ও মিথ্যা অভিযোগের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”

সানাউল্লাহও অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, জোট সরকার স্বাধীন তদন্ত দাবি করেছে। শরীফও গুলির নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। খানের গাড়িবহরের উপর হামলায় একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়। এ বছর এপ্রিল মাসে খানের পতনের পর থেকে পাকিস্তানের রাজনৈতিক সংকটে উল্লেখযোগ্যভাবে দাগ কেটেছে।

৭০ বছর বয়সী প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট তারকা গত সপ্তাহ থেকে লাহোর থেকে ইসলামাবাদে হাজার হাজার সমর্থক নিয়ে লং মার্চ-এর নেতৃত্ব দিচ্ছেন। সরকার এবং সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি তাকে অপসারণের অভিযোগ করেছেন।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G