পাকিস্তানে হামলার দায় স্বীকার আইএস-তালেবান

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৬ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1470683261

পাকিস্তানের একটি হাসপাতালে বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হওয়ার ঘটনায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং পাকিস্তান তালেবানের একটি অংশ দায় স্বীকার করেছে।

মঙ্গলবার বিবিসির অনলাইন ভার্সনে এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তালেবানের একটা অংশ জামায়াত-উল-আহরার দাবি করছে তারা এই হামলা চালিয়েছে। আবার আইএস-ও এই হামলার দাবি করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

হামলায় আরও শতাধিক আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরে ইস্টার উদযাপনের সময়ে পাকিস্তানের এক পার্কে আত্মঘাতী বোমা হামলায় শিশুসহ ৭০ জনের বেশি নিহত হওয়াসহ বেশ কয়েকটি হামলায় এই সংগঠনটি দায় স্বীকার করেছিল।

সোমবার হামলার পর পরই কোয়েটায় যান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফ। নওয়াজ শরিফ এ হামলার তীব্র নিন্দা জানান।

বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ প্রশাসক আকবার হারিফাল পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বলেন, গতকাল সোমবার সকালে পৃথক এক ঘটনায় গুলিতে নিহত হন বিলাল আনওয়ার কাসি। এর পর হাসপাতালে জড়ো হন অনেক আইনজীবী ও সাংবাদিক।

বিলাল আনওয়ার কাসিকে জরুরি বিভাগে রাখা হয়েছিল। জরুরি বিভাগের ফটকেই অবস্থান করছিলেন আইনজীবী ও সাংবাদিকরা। সেখানেই বোমা বিস্ফোরিত হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G