১০ নারী-শিশুকে ফেরত দিল ভারত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৮:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

images (3)ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১০ নারী ও শিশুকে আটকের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা নারী-শিশুরা হলেন, মিরা খাতুন (২৩), রিতা খাতুন (২৫), নাসিমা আক্তার (২৪), পারভীন আক্তার (২৬), আমিনা খাতুন (২৪), আবেদা খাতুন (২৭), তুলি আক্তার (২৬), মঞ্জুরা খাতুন (২৮), শিশু মাহমুদা আক্তার (৯) ও মাহফুজা আক্তার (১০)।

এরা যশোর, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, দালালের খপ্পড়ে পড়ে ভালো কাজের আশায় নয় মাস আগে এসব নারী-শিশু বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যান। পরবর্তীতে দালাল চক্র তাদের ফেলে পালিয়ে আসে।

একপর্যায়ে ভারতের হাওড়া এলাকার বিভিন্ন বাড়িতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।কারাগার থেকে তাদের লিলুয়া শেল্টার হোমের কর্মকর্তরা নিজেদের আশ্রয়ে নেন। দীর্ঘ নয় মাস এসব নারী-শিশু তাদের হেফাজতে থাকে।

পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত দেওয়া হয়। ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখান থেকে মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা নাসিমা বেগম তাদের গ্রহণ করেন। পরে, তাদের নিজ নিজ বাড়ি ফেরত পাঠানো হবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খাঁন বিষয়টি  নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রোদেলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G