পানিতে ভাসমান স্মার্টফোন ‘কমেট’
প্রতিক্ষণ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ‘কমেট কোর’ নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেছে ‘কমেট’ নামের একটি স্মার্টফোন। বলা হচ্ছে, এটি পানিতে ভাসমান সুবিধাসম্পন্ন বিশ্বের প্রথম স্মার্টফোন।
৪.৭ ইঞ্চি স্ক্রিনের এই স্মার্টফোনটিতে রয়েছে ২.৫ গিগাহার্জের শক্তিশালী অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, ৪ জিবি র্যাম, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ভয়েস ও মেসেজিংয়ের গোপনীয়তায় কিউলক এনক্রিপশন প্রযুক্তি যা মিলিটারি গ্রেড ২৫৬বিট অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ প্রভৃতি আধুনিক ফিচার।
বাজারে বর্তমানে বেশ কিছু অত্যাধুনিক স্মার্টফোন রয়েছে, যেগুলো ওয়াটারপ্রুফ সুবিধার অর্থাৎ পানিতে ভিজলেও স্মার্টফোনের কোনো ক্ষতি হয় না। কিন্তু কমেট স্মার্টফোনটি শুধু ওয়াটারপ্রুফ নয় এটি পানিতে ভেসে থাকতেও সক্ষম।
ইনডিগোগো ক্যাম্পেইনের মাধ্যমে ফোনটির উৎপাদনের জন্য অর্থ সংগ্রহ করছেন এর নির্মাতারা। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে থেকে ফোনটির প্রি-অর্ডার করা যাবে ৩২ জিবি ২৪৯ ডলার এবং ৬৪ জিবি ২৮৯ ডলার মূল্যে।
প্রতিক্ষণ/এডি/এস.টি