পানি শোধনের বই

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৭:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২২ পূর্বাহ্ণ

বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেললেই সে পানি বিশুদ্ধ হয়ে যাবে- এমন একটি বই তৈরি করেছেন গবেষকরা। প্রাথমিকভাবে এর কার্যকারিতার প্রমাণ পেয়েছেন তারা। রূপা ও তামার ক্ষুদ্র কণার আস্তরণ দিয়ে তৈরি পানযোগ্য এই  বইয়ের পাতায় লেখা আছে কেন বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন এবং কিভাবে পানি বিশুদ্ধ করা যায়।

drinkable 1বইটির পৃষ্ঠাকে ছাকুনি হিসেবে ব্যবহার করেই মূলত পানিতে থাকা ব্যকটেরিয়া আলাদা করে মেরে ফেলা যাবে।

এ সময় পানির সঙ্গে যেটুকু রূপা বা তামার টুকরা মেশে সেটিকে স্বাস্থ্যের জন্য ঝুঁকিহীন বলেই মনে করছেন বিজ্ঞানীরা।  সাত বছর গবেষণা করে এই বইটি তৈরী করেছেন যুক্তরাষ্ট্রের বোস্টনের টার্ফস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশলী ড. টেরি ডানকোভিচ। তিনি বলেন,
প্রথম বই থেকে একটি পাতা ছিঁড়ে পানি বিশুদ্ধকরণ পাত্রে রাখতে হবে। এরপর ওই পাত্রে বিভিন্ন উৎস থেকে আনা দূষিত পানি দিলে একটু পরই তা বিশুদ্ধ হয়ে যাবে। মরে যাবে ব্যাকটেরিয়া। তার মতে,
বইয়ের একটি পাতা দিয়ে ১০০ লিটার পানি বিশুদ্ধ করা যাবে এবং একটি বই দিয়ে একজন চার বছরের বিশুদ্ধ পানি পান করতে পারবেন।
নমুনা হিসেবে, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ঘানার ২৫টি উৎস্য থেকে পানি সংগ্রহ করে এ বইয়ের পৃষ্ঠা ব্যবহারের মাধ্যমে বিশুদ্ধ করা হয়েছে। এতে দেখা গেছে, পানির শতকরা ৯৯ ভাগেরও বেশি ব্যকটেরিয়া এ প্রক্রিয়ায় দূর হয়েছে।

drinkable 2

যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ২৫০তম জাতীয় বৈঠকে এই গবেষণার ফল উপস্থাপন করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/এস. আর. এস.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G