১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে গ্রাফিক্স নভেল ‘মুজিব’ বই বিতরণ করেন সেচ্ছাসেবী সংগঠন ইয়েস ফাউন্ডেশন ও ইয়াং বাংলার স্বেচ্ছাসেবকবৃন্দ।
মাদ্রাসার শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে এবং মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য বোঝাতে পাবনা সদরের দারুল কোরআন রায়হান উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে বই পড়া ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
“ফাদার অব নেশন ফর নিউ জেনারেশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনানের আয়োজনও করা হয় । ইয়েস ফাউন্ডেশন এর নির্বাহী সমন্বয়ক রাহাত হোসেন পল্লব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিকেএসপি সুইমিং শাখার সহকারী পরিচালক ও ইয়েস ফাউন্ডেশনের এইচ আর মেম্বার রবিউল আলম সুমন, সহকারী কমিউনিকেশন সমন্বয়ক রবিউল ইসলাম রবি, মাদ্রাসার প্রধান মাওলানা মোঃ জহুরুল ইসলাম। প্রোগ্রামে সভাপতিত্ব করেন ইয়েস ফাউন্ডেশন এর আহ্বায়ক হাবিবুর রহমান রিংকু । এছাড়া উপস্থিত ছিলেন ইয়েস ফাউন্ডেশন এবং ইয়াং বাংলার ভলান্টিয়ারবৃন্দ ।
মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বাইরে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুকে জানতে পেরে অত্যন্ত খুশী শিক্ষার্থীবৃন্দ । সব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রূহের শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
প্রতিক্ষণ/এডি/শাআ