পাবনায় বোমা বানাতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৯:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Pabna_664365387পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রামে বোমা বানানোর সময় বিস্ফোরণে দগ্ধ মনিরুল মন্ডল (৩৫) মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরো একজন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ধর্মগ্রামের জনৈক রুবেল হোসেনের মাছের খামারে বোমা বানাচ্ছিলেন মনিরুল ও রশিদুলসহ আরো কয়েকজন। হঠাৎ বোমাটি বিস্ফোরিত হলে মনিরুলের ডান হাতের কবজি এবং বাম হাতের চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা মনিরুল ও রশিদুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যান। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মনিরুল মারা যান।
আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রশিদুল ইসলামসহ চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির উপাদান গান পাউডার উদ্ধার করে।

প্রতিক্ষণ/এডি/বেলাল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G