পুতিনের উপদেষ্টার মৃতদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
ওয়াশিংটনের একটি হোটেল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের একজন সাবেক উপদেষ্টার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রুশ ধনকুবের মিখাইল লিসিন পুতিনের তথ্য উপদেষ্টা ছিলেন। এর আগে তথ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।
তার মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন রুশ-মার্কিন দু’দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
তথ্য উপদেষ্টা থাকার সময় গণমাধ্যমের কণ্ঠরোধ করেছিলেন বলে লিসিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের ডিউপন্ট হোটেলে তার মৃতদেহ পাওয়ার পর রুশ দূতাবাসে খবর দেয় পুলিশ। এরপর তার পরিচয় নিশ্চিত করেন রুশ দূতাবাসের কর্মকর্তারা।
মিখাইল দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনে অবস্থান করছিলেন। কিন্তু পুতিনের একজন উপদেষ্টা কেন এতো লম্বা সময় ওয়াশিংটনে অবস্থান করছিলেন সেটা এখনো পরিস্কার নয়। ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ ও রুশ কর্মকর্তারা মিখাইলের মৃত্যুর তদন্ত করছেন।
১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত রাশিয়ার তথ্যমন্ত্রী ছিলেন। পুতিনের প্রায় সব রাষ্ট্রীয় সফরের সঙ্গী থাকতেন তিনি। ২০১৩ সালে রাশিয়ার সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ ‘গাসপ্রুম’র প্রধানের দায়িত্ব নেন। পারিবারিক কারণ দেখিয়ে পরের বছরই অবশ্য পদত্যাগ করেন।
প্রতিক্ষণ/এডি/বিএ