পুতিন কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি স্থগিত বহাল রেখেছে

প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ১১:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

স্থগিত করা শস্য চুক্তিতে আর ফিরবে না রাশিয়া। এমনটাই আজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারো বলেছেন। রাশিয়ার স্থগিত করা শস্য চুক্তি আর হবে না, কারণ চুক্তিতে রাশিয়া তার অংশগ্রহণ ইউক্রেনীয় শস্য রপ্তানি বহনকারী জাহাজগুলিকে নিরাপদে যাওয়ার অনুমতি দেয়। এটা রাশিয়া হতে দেবে না।

ইউক্রেন রাশিয়ান নৌবহরে হামলার জন্য কৃষ্ণ সাগরে একটি নিরাপত্তা করিডোর ব্যবহার করেছে বলে অভিযোগ করে মস্কো গেল শনিবার জাতিসংঘ মাধ্যমে করা চুক্তি প্রত্যাহার করে নেয়।

অপর দিকে জাতিসংঘ বলছে, ওই রাতে করিডোরের ভেতরে কোনো জাহাজ ছিল না। ইউক্রেন হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চুক্তিটি রাশিয়াকে “ক্ষুধার্থ  বিশ্বকে ব্ল্যাকমেইল করার” অভিযোগে অভিযুক্ত করেছে। এই দাবি রাশিয়া অস্বীকার করে।

তারপরও শস্য সহ ৩৫৪,৫০০ টন খাদ্য সমন্বিত ১২টি জাহাজ সোমবার ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ছেড়েছে- ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে।

৫০ হাজার টন শস্য বহনকারী জাহাজগুলির মধ্যে একটি ইথিওপিয়ার জন্য নির্ধারিত আছে। সেখানে “গণ অনাহারের প্রকৃত সম্ভাবনা” এখনও বিদ্যমান।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G