একটানা ১৬ বছর বিরতির পর আবারো পুরস্কার বা অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা গেল আমির খানকে।
সোমবার ‘দঙ্গল’র জন্য মাস্টার দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন নায়ক আমির।
মুম্বাইতে এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত্ তার হাতে এই পুরস্কার তুলে দেন।
ঠিক ১৬ বছর আগে দ্য বেস্ট ফরেন ফিল্ম ক্যাটেগরিতে ‘লগান’ অস্কার মঞ্চে মনোনীত হওয়ার সময় এই ধরনের অনুষ্ঠানে গিয়েছিলেন এ অভিনেতা।
‘দঙ্গল’ এ কুস্তিগীর মহাবীর সিংহ ফোগতের চরিত্রে অভিনয় করেছেন আমির। দুই মেয়ে গীতা ও ববিতাকে কুস্তিগীর হিসেবে গড়ে তোলার জার্নি দেখানো হয়েছে ছবিতে।
পুরস্কার পাওয়ার পর আমির বলেন, ‘‘আজ আমি যেখানে তার সব কৃতিত্ব ছবির চিত্রনাট্য যারা লিখেছেন তাদের। আমি আজ এখানে রয়েছি আমার পরিচালকের জন্য। আমি পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই।’
অনুষ্ঠানে আমির ছাড়াও লতা মঙ্গেশকর, বৈজয়ন্তীমালা বালি, কপিল দেবের মতো তারকারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেন আমির পুরস্কার অনুষ্ঠানে যান না, প্রশ্ন অনেকের। ভারতীয় গণমাধ্যম বলছে, ১৯৯৬ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’তে সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন শাহরুখ খান। কিন্তু আমিরের ধারণা ছিল ঐ বছর ‘রঙ্গিলা’র জন্য ঐ পুরস্কারটি তিনি পাবেন। এরপর থেকে তিনি আর কোনো অনুষ্ঠানে হাজির হননি।
প্রতিক্ষণ/এডি/সাই