জানুন ধুমপান জননেন্দ্রিয়ের জন্য কতটা ক্ষতিকর
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
জননেন্দ্রিয় বা যৌনাঙ্গ শব্দটা শুনলেই সবাই ছি ছি শুরু করে। কিন্তু এটা যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তা অস্বীকার করার উপায় নেই। তাই এই অঙ্গ সম্পর্কে সবারই সঠিক জ্ঞানার্জন প্রয়োজন। সম্প্রতি জার্মান গণমাধ্যম ডয়েচে ওয়েলেতে পুরুষ জননেন্দ্রিয়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি প্রবন্ধ ছাপা হয়। সেখানে এই অঙ্গটির এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যার বেশিরভাগই সাধারণ মানুষের কাছে অজানা।
ব্যাকটেরিয়ার আস্তানা
পুরুষাঙ্গের সামনের দিকে ভাঁজ হয়ে থাকা যে চামড়া থাকে, সেখানে অনেক রকমের ব্যাকটেরিয়া বাসা বেঁধে নানা রকমের রোগ বাঁধায়৷ বিজ্ঞানীরা এ পর্যন্ত ৪২ রকমের ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন পুরুষদের খতনা না হওয়া অঙ্গের উপর ওই এলাকায়৷ তাই শুধু ধর্মের কথা ভেবে নয়, ভালো থাকতে হলেও সব পুরুষেরই উচিত খতনা করা৷
মাত্র ৩০ ভাগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এবং ইউএনএইডস বিশ্বের সব পুরুষকে খতনা করার পরামর্শ দিয়েছে৷ সংস্থা দুটি জানিয়েছে, খতনা করলে এইডসের ঝুঁকি কমে৷ বিশ্বে এখন মাত্র ৩০ ভাগ পুরুষ খতনা করে৷ অর্থাৎ ৭০ ভাগ পুরুষই কোনো-না-কোনো কারণে খতনা করেনা৷
ধূমপান জননেন্দ্রিয়ের জন্যও ক্ষতিকর!
বেশি ধূমপান করলে জননেন্দ্রিয়ের স্বাভাবিক রক্তপ্রবাহ বিঘ্নিত হয়৷ এর ফলে বিশেষ কিছু মুহূর্তে এই অঙ্গটির যে প্রসারণ হয়, তা কমে যায়৷ বিজ্ঞানীরা বলছেন, বছরের পর বছর অতিরিক্ত ধূমপান করার কারণে একসময় এর প্রসারণ পুরোপুরিই বন্ধ হয়ে যেতে পারে৷
প্রতিক্ষণ/এডি/পাভেল