পুলিশের এটিএসআইকে শ্বাসরোধে হত্যা
জেলা প্রতিবেদক
পাবনার ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআইকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে পাকশী পেপার মিলস কলোনীর পাশে একটি হলুদের ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী সার্কেলের এএসপি শেখ মোহাম্মদ জাহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত এটিএসআই মো. সুজাউল ইসলাম বগুড়া সদর উপজেলার সাবগ্রামের শেখপাড়া মহল্লার আবুল কাশেম প্রামাণিকের ছেলে।
তিনি আরও বলেন, পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম (৩৫) রোববার সন্ধ্যায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় ফাঁড়ি থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, সোমবার সকালে স্থানীয়রা পাকশী পেপার মিলস কলোনীর পাশে একটি হলুদের ক্ষেতে হাত-পা বাঁধাবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোমবার সকাল সাড়ে ৬ টায় লাশটি পুলিশ উদ্ধার করে।
এ সময় পুলিশ লাশটি পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউলের বলে সনাক্ত করেন। দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার ব্যবহৃত মোটর সাইকেল ও মোবাইল ফোন সেটটি নিয়ে গেছে। তিনি পাকশী পুলিশ ফাঁড়ির সন্নিকটে পরিবারসহ বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ সুপার আলমগীর কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এবং এই হত্যার কারণ খটিয়ে দেখছেন।
প্রতিক্ষণ/এডি/এনজে