পুলিশ ফাঁড়ীকে জমি দিলেন কৃষক!
আল-মামুন (খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির রামগড় উপজেলাধীন নাকাপায় মো: আবুল বাশার নামের এক কৃষক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ ফাঁড়ীর জন্য প্রায় ৩ একর জমি দান করে দৃষ্টান্ত স্থাপন করেন।
রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলীর কাছে এ জমির দলিল হস্তান্তর করেন তিনি।
কৃষক আবুল বাশার জানান, পুলিশ সদস্যদের দুর্ভোগ দেখে বিবেকের তাড়নায় তিনি বিনামূল্যে এ জমি দান করেন। দেশের মানুষের নিরাপত্তা ও মানবিকতার বিষয়টি অনুধাবন করে এ জমি দান করার করার কথা জানান তিনি। এ জমির মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।
পুলিশ সুপার মো: মজিদ আলী জানান, এ ধরনের উদ্যোক্তা সমাজে বিরল। তার এই ধরনের উদ্যোগ পুলিশ বাহিনী সব সময় স্বরণ করবে।
জমি হস্তান্তর অনুষ্ঠানে কৃষক আবুল বাশার এর স্ত্রী রাবিয়া বসরি, খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন খাঁন, সদর থানার ভারপ্রাপ্ত সামসুদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নাকাপায় ১৯৮৮ সাল থেকে পুলিশ ফাঁড়ী থাকলেও স্থায়ী আবাসনের ব্যবস্থা ছিল না। গত বছর ঐ স্থানে দায়িত্বপালনকালে বজ্রপাতে দুই পুলিশ সদস্য হতাহত হয়।
প্রতিক্ষণ/এডি/এফটি