পৃথিবীর যত আজব তথ্য
আজব এই পৃথিবী। প্রতিনিয়তই আজব কিছু না কিছু হচ্ছে আমাদের এই পৃথিবীতে। এমনই আজব কিছু তথ্য আজ আমরা জেনে নিব।
* অদ্ভুত হলেও সত্য, হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ খেতে পারে।
* অনেকে হয়তো জানেন না, পানি ছাড়া একটি ইঁদুর একটি উট থেকে বেশি সময় বাঁচতে পারে।
* আমরা সারাদিন নানা পিঁপড়া দেখি। কিন্তু আমরা এটি কি জানি যে পিঁপড়া কখনো ঘুমায় না?
* আমরা সবাই জানি, মৌমাছি মধু তৈরি করে। কিন্তু জানেন কি! প্রায় ২০ হাজার প্রজাতির মৌমাছির মধ্যে মাত্র চার প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না।
* ঘুঘু পাখি ও পিঁপড়ার কাহিনী আমরা সবাই জানি। কিন্তু এটা কি জানি, পিঁপড়া পানির নিচে দুই দিনও বেঁচে থাকতে পারে।
* বিড়াল আমাদের অতি পরিচিত একটি প্রাণী। অন্ধকারে আমরা তেমন কিছু না দেখলেও একটা বিড়াল অন্ধকারে মানুষ থেকে প্রায় ছয়গুণ ভালো দেখতে পারে। টাপেটাম লুসিডামের জন্য এটি পারে বিড়াল। এটি একটি বাড়তি লেয়ার যা আলো ধারণ করে রাখতে পারে।
* বিড়ালের কান দেখতে বেশ সুন্দর। কিন্তু জানেন কি, একটি বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে পেশি থাকে!
প্রতিক্ষণ/এডি/ডিএইচ