পেট্রোল বোমায় দগ্ধ শ্রমিকের মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Burn-unit deadফেনীতে কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলায় দগ্ধ শ্রমিক মোহাম্মদ হোসেন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হোসেন আলী লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরমার্টিন গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল।

ফেনী সদরের লালপুর এলাকায় গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটি কাভার্ডভ্যানে পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানে থাকা শ্রমিক মো. হোসেন আলী গুরুতর দগ্ধ হন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আব্দুল হালিমও আহত হন।

ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মর্শেদ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালে আসা নিহতের ছেলে নুর আলম জানান, তার বাবা শ্রমিকের কাজ করতেন। তবে সে দিন তার বাবা কোথায় যাচ্ছিলেন তা বলতে পারেননি নুর আলম।

প্রতিক্ষণ /এডি/রাহাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G