পেন্টাগন ইউক্রেনকে ২৭৫ মিলিয়নের  গোলাবারুদের সহায়তা দেবে

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২২ সময়ঃ ৯:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধের জন্য খসড়া তৈরি করা ৩ লাখ 0 সংরক্ষিত বাহিনীকে একত্রিত করার কাজ সম্পন্ন করেছে। ইতিমধ্যেই ৮২ হাজার জনকে ফ্রন্টে পাঠানো হয়েছে এবং আরও ২ লাখ ১৮ হাজার  “যুদ্ধ প্রশিক্ষণ” দেয়ার কাজ চলছে।

ক্রেমলিনে একটি টেলিভিশন বৈঠকের সময় এ ঘোষণা আসে। তবে ঘোষণাটি হাজার হাজার পুরুষকে রাশিয়া থেকে পালাতে প্ররোচিত করেছিল এবং দেশটিতে যুদ্ধবিরোধী বিক্ষোভে ইন্ধন জোগায়।

এদিকে, পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তার জন্য ২৭৫  মিলিয়ন দেবে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, প্যাকেজের মধ্যে গোলাবারুদ, শত শত ১৫৫ মিমি প্রিসিশন-গাইডেড আর্টিলারি রাউন্ড, রিমোট অ্যান্টি-আরমার মাইন সিস্টেম, সাঁজোয়া যান এবং ছোট অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।

ইউক্রেনীয় বন্দুকধারীরা মাইকোলাইভ থেকে খেরসন পর্যন্ত বিস্তৃত অঞ্চলে যুদ্ধক্ষেত্রে গোলাবারুদের ঘাটতির সম্মুখীন হচ্ছে। ইউক্রেনীয় বন্দুকধারী হেন্নাদি রয়টার্সের একজন প্রতিবেদককে বলেন, “আমরা  একটি শেল পাঠালে রাশিয়ানরা জবাবে পাঁচটি ফেরত পাঠায়।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G