পোলিং এজেন্টরা হুমকিতে: বিএনপি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মঙ্গলবার অনুষ্ঠেয় তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্ট এবং দল সমর্থকদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
ড. রিপন বলেন, যদি মঙ্গলবারের নির্বাচন সুষ্ঠু হয়, তবে বিএনপি সমর্থিত প্রার্থীরাই জয়লাভ করবে। কিন্তু সরকারের অসহযোগিতার কারণে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারছেন না।
তিনি সংস্থাটিকে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কোমর সোজা করে দাঁড়ানোর আহ্বান জানান।
রিপন অভিযোগ করেন, নির্বাচনের আগে যৌথ বাহিনীর অভিযানের নামে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় লোকজন বিএনপির প্রার্থীদের এজেন্ট, কর্মী ও সমর্থকদের বাড়ি ঘরে হানা দিচ্ছে। এটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নয়।
বিএনপির এ নেতা বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কিছু ভূঁইফোড় সংগঠন যে ধরনের রিপোর্ট বা সার্টিফিকেট দিচ্ছে তা বিএনপি কখনোই মানবে না।
প্রতিক্ষণ/এডি/আরিফ