পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের না জানিয়েই আশুলিয়ার জামগড়া এলাকার গ্রীন লাইফ গ্রুপের গ্রীন লাইফ ক্লথিং কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের সাত দিন ছুটি শেষে শনিবার গ্রীন লাইফ ক্লথিং গার্মেন্টস কাজে যোগ দেন কারখানার আট শতাধিক শ্রমিক। এ সময় মালিক পক্ষ শ্রমিকদের কাছে বিভিন্ন সমস্যা দেখিয়ে জামগড়া এলাকার কারখানা সরিয়ে আশুলিয়ার দোসাইদ এলাকায় নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু শ্রমিকরা দোসাইদ এলাকায় গিয়ে কাজ করবে না বলে জানায় কর্তৃপক্ষকে। এরপর আজ সকালে শ্রমিকদের না জানিয়ে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ।
সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখে কারখানার সামনে বিক্ষোভ করেন। এ সময় গ্রীন লাইফ গ্রুপের চেয়ারম্যান সায়মন এর নির্দেশে কারখানার শ্রমিকদের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সফিক, হায়দার, জাকিরসহ কারখানার কয়েক জন শ্রমিককে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে আহত শ্রমিকদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে কারখানাটি পরিদর্শন করেছে আশুলিয়া শিল্প পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজার রহমান জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বিষয়টি নিশিচত হওয়ার জন্য গ্রীন লাইফ গ্রুপের চেয়ারম্যান সায়মনকে বার বার ফোন দিয়েও পাওয়া যায়নি।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া