পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৮:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Electionআসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৫ টি মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২২৩ জন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২৪৬৬ জন।

গত শুক্রবার নির্বাচন কমিশনের পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য  জানান।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা শনি ও রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করা হয়েছে ১৩ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

নির্বাচনে ২৩৫ টি পৌরসভায় ভোট হবে সোয়া তিন হাজার পদে। এর মধ্যে মেয়র পদ ২৩৫ টি, সাধারণ কাউন্সিলর পদ ২২১১টি ও সংরক্ষিত কাউন্সিলর পদ ৭৩৭টি।

নির্বাচনে প্রায় ৩ হাজার ৫শ ৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন। ভোট গ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন কর্মকর্তা।

উল্লেখ্য, এবারের পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন হচ্ছে। তবে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হচ্ছে নির্দলীয়ভাবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G