প্রকৃতির মাঝে ‘প্রতিক্ষণ’
মুনওয়ার আলম নির্ঝর
প্রতিক্ষণ ডট কম সবসময় বস্তুনিষ্ঠ এবং ভিন্নধারার সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই প্রতিক্ষণের পাঠকদের কাছে প্রতিক্ষণের অফিস নিয়ে রয়েছে অনেক আগ্রহ। আর তাই প্রতিক্ষণের পাঠকদের আগ্রহ নিবারণ করতেই আজকের এই আয়োজন। আমাদের প্রতিবেদকের মোবাইলে তোলা ছবি দিয়ে পাঠকের আগ্রহ নিবারণের সামান্য চেষ্টা।
প্রতিক্ষণের অফিসটি অবস্থিত ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউ এ। ঢাকা বলতেই আমরা মনে করি যা প্রতিক্ষণের অফিস কোনওভাবেই আপনি তার সাথে মেলাতে পারবেন না। এই অফিসটিতে ঢুকতেই আপনার মনে হবে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছেন।
হয়তো ভাববেন অফিসের গেটের সামনে গাছ থাকতেই পারে কিন্তু অবাক হবেন ভেতরে গেলেও সেখানেও আপনার পর্যাপ্ত অক্সিজেনের জন্য রয়েছে পর্যাপ্ত গাছ।
শুধু গাছ দিয়েই তো প্রকৃতির কাছাকাছি যাওয়া যায় না ভাবছেন তো। তাদের ভাবনা আরও একটু দূর করে দিতেই কানে আসবে পাখির কিচির মিচির মিষ্টি ডাক। হ্যা প্রকৃতির আরও কাছেই আপনাকে নিয়ে যাবে এই মিষ্টি পাখির ডাক
পাখির কিচির মিচির শুনতে শুনতে মন্ত্র মুগ্ধের মত আপনি যখন নিউজ রুমে পা ফেলবেন তখন চোখ আটকে যাবে নিঃসঙ্গ ফাইটারের ছোটাছুটিতে। মাছটি আপন মনেই তার ছোট্ট নিবাসে ছুটে বেড়াচ্ছে, খাচ্ছে আর মাঝে মাঝে রাবারের প্লাস্টিকটাকেও খোঁচাচ্ছে।
সম্পাদকের টেবিল জুড়েও রয়েছে ছোট লতানো গাছের সমারোহ যা আপনাকে সত্যিই প্রাণবন্ত করে তুলবে।
একটু যদি অফিসের জানালা দিয়ে বাইরে তাকান তাহলে আপনি আরও মুগ্ধ হবেন কারণ সেখানেও রয়েছে সবুজের সমারোহ।
প্রতিক্ষণ/এডি/এনজে