প্রতিবন্ধী দিবসে র্যালী ও আলোচনা সভা
জেলা প্রতিনিধি
“একীভূতকরণ ক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমাতায়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে দেবহাটায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ডিআরআরএ এর ও নারী কন্ঠ উন্নয়ন সংস্থার আয়োজনে বৃহস্পতিবার সকালে উক্ত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী হামিদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন আর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, সমবায় কর্মকর্তা জহুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাংবাদিক মীর খায়রুল আলম, ডিআরআরএ এর একাউন্ট অফিসার তরুন সরদার, খাদেমুল ইসলাম, করবী, এপিটি প্রতাব কুমার, সিএম রামপ্রসাদ, এসএনটি নমীতা মজুমদার, মোনআরা, এমআইএস আব্দুল হামিদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তি আমাদের সমাজের অংশ। তাই আসুন আমরা তাদের অবহেলার পাত্র বা বোঝা মনে করব না। প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়নে তাদের পাশে থাকি এবং সকল ক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করি। প্রতিবন্ধীদেরও আমাদের মত সুন্দর জীবন যাপনের অধিকার রয়েছে। সরকারী ক্ষেত্রে যে সব সুযোগ রয়েছে তা সকলের প্রচেষ্ঠায় বাস্তবায়ন করি।
অনুষ্ঠান শেষে নারী কন্ঠ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন দাবীতে উপজেলা প্রশাসনের হাতে স্মারকলীপি প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী কন্ঠ উন্নয়ন সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান।
প্রতিক্ষণ/এডি/এআরকে