প্রধানমন্ত্রীকে মোশাররফের ধন্যবাদ

প্রকাশঃ জুলাই ১০, ২০১৫ সময়ঃ ৯:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

mosharrofপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্ত এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমার শেষ বয়সে এসে আমাকে আমার কর্মজীবনের শুরুর মন্ত্রণালয়ের দায়িত্ব দেবার জন্য।

ফরিদপুরের বদরপুরস্থ বাসায় বলেন, এটি অত্যন্ত সুখবর, আনন্দের বিষয়। এটি একটি বড় মন্ত্রণালয় এবং আপাতত আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও থাকছে, আমি সত্যিই আনন্দিত। এটি এমনিই একটি মন্ত্রণালয় এখান থেকে দেশের প্রতিটি গ্রামে কাজ করার সুযোগ থাকে।

মন্ত্রী বলেন, এটা আমার জন্য নতুন নয়, আমার কর্মজীবন শুরু হয় এ এলজিআরডি বিভাগ থেকে। আমার কর্মজীবন শুরু হয় খুলনায় এলজিআরজি বিভাগের ইঞ্জিনিয়ার হিসেবে। আমার হাতেই এলজিআরডি ডিপার্টমেন্ট সৃষ্টি। আমি ১৯৮০ সালে এ মন্ত্রণালয় থেকে জাতিসংঘে চলে যাই।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমি আমার সর্বশক্তি দিয়ে এ মন্ত্রণালয়ে থেকে দেশের উন্নয়ন করার চেষ্টা করবো। প্রধানমন্ত্রীর যুগান্তকারী একটি প্রকল্প একটি বাড়ি একটি খামার। প্রতিটি গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করবো।

এসময় জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কৈজুরী ইউপি চেয়ারম্যান ইত্তেখার হোসেন মিয়া, ফরিদপুর যুবলীগ সভাপতি এ এইচ এম ফোয়াদ, পিপি এডভোকেট খশরুজ্জামান দুলু, সাজ্জাদ হোসেন বরকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G