প্রযুক্তি বাণিজ্যে নকিয়ার আয় ৩ বিলিয়ন

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ৯:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

nokia_here_0অবশেষে সত্যি হল প্রযুক্তির দুনিয়ায় বয়ে চলা গুঞ্জন। মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া নিজেদের ‘হিয়ার’ মানচিত্র সেবাটি বিক্রি করে দিচ্ছে ৩০০ কোটি ডলারে! ইতিমধ্যে এই সংবাদ, আলোড়ন ফেলেছে সমস্ত মিডিয়া এবং প্রযুক্তি কর্ণধারদের ভেতর। জানা যায় যে, অডি এজি, বিএমডব্লিউ গ্রুপ এবং ডাইমলার এজি ব্র্যান্ডের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে মিলে একটি কনসোর্টিয়াম করে মানচিত্র সেবাটি কিনে নিয়েছে।‘হিয়ার’ মানচিত্র স্বয়ংক্রিয় গাড়িচালকদের মতো নিখুঁত মানচিত্র সেবা দিতে সক্ষম এবং চালকদের নানা ধরনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেবা দিতে পারবে বলে জানিয়েছেন নির্মাতারা।

নকিয়ার প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব সুরি বলেন, নকিয়ার পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা এক ধাপ এগিয়ে গেলাম ‘হিয়ার’ বিক্রির মাধ্যমে। অ্যালকাটেল-লুসেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে মিলে যাওয়ার ক্ষেত্রে এ বিক্রির প্রক্রিয়াটি বেশ সহায়তা করবে। আগামী বছরের শুরুতে একসঙ্গে এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে মিলে যাবে নকিয়া। মানচিত্র সেবাটি বিক্রি হওয়ার ফলে নকিয়া এখন দুটি ব্যবসা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এর একটি হচ্ছে নকিয়া নেটওয়ার্কস এবং অন্যটি নকিয়া টেকনোলজিস।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ মানচিত্র সেবা কেনার মাধ্যমে স্বয়ংক্রিয় চালকবিহীন গাড়ি সেবা দেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিখুঁত মানচিত্র এবং গ্লোবাল পজিশনিং প্রযুক্তি (জিপিএস) ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয় চালকবিহীন গাড়ির জন্য এ মানচিত্র সেবাটি আরও উন্নত করা হবে বলেও জানিয়েছেন নতুন ক্রেতারা।

প্রতিক্ষন/এডি/ইমতিয়াজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G