প্রশ্নপত্র ফাঁসে তিন চিকিৎসকসহ আটক ৭

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০১৫ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

question 2মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক ও বিভিন্ন কোচিং সেন্টারের চার শিক্ষককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব ১৩-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মেজর আশরাফ আলী জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান রনি, শরীফুল ইসলাম অন্তু ও মোস্তাফিজার রহমান পাভেল প্রশ্নপত্র ফাঁসের ষড়যন্ত্র করেন।

পরে নগরীর রেটিনা, এ-ওয়ান ও প্রাইমেট মেডিকেল কোচিং সেন্টারের সহায়তায় বেশ কিছু পরীক্ষার্থীর কাছে মোটা অঙ্কের টাকায় প্রশ্নপত্র বিক্রি করেন।

গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব সদস্যরা ভোররাতে নগরীতে অভিযান চালিয়ে এই তিন চিকিৎসকসহ কোচিং সেন্টারের শিক্ষক আতিকুর রহমান আদিল, মো. মনজুর রহমান, মো. জামিল উদ্দিন ও সাজরাতুল ইয়াক্কিন রানাকে আটক করে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G