প্রার্থী হতে পদ ছাড়লেন মনজুর
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র পদ ছেড়ে দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম।
শুক্রবার বিকেলে আমানত শাহ্ (রা.) এর মাজার জিয়ারত শেষে মেয়র পদে ইস্তফা দিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পুনরায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি থেকে পূর্ণ সমর্থন পাওয়ার পর মনোনয়নপত্র সংগ্রহ করতেই মেয়র পদ ছেড়ে দিয়েছেন বলে সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।
এদিকে তার সমর্থনে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি। নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণে বৃহস্পতিবার বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে প্রায় দুই ঘন্টা বৈঠক করেছে দলের শীর্ষস্থানীয় নেতারা।
এই বৈঠকে দলের উচ্চ পর্যায়ের অনেক নেতাই উপস্থিত ছিলেন।
বৈঠকের পর জাফরুল ইসলাম চৌধুরী জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান নির্বাচনী এজেন্ট এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আহবায়ক করে অপর একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/মোমেন