প্রেসিডেন্টের নকল ছেলে, গ্রেফতার ৫
প্রতিক্ষণ ডেস্কঃ
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের ছেলের ভূমিকায় এক শিশুকে দাঁড় করাতে তাকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা শনিবার একথা বলেন।
সন্দেহভাজনরা একটি ছেলেকে প্রেসিডেন্টের পুত্র সাজানোর প্রশিক্ষণ দিচ্ছিল। এজন্য তারা ওই ছেলের পরিবারকে অর্থও প্রদান করে।
রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী রামিরো গুরেরো সাংবাদিকদের বলেন, ‘ছেলেটি বলেছে তারা এর বিনিময়ে তার পুরো শিক্ষার ব্যয় বহন করবে। এছাড়া তাকে একখণ্ড জমি ও তার বাবা-মাকে ১৫ হাজার মার্কিন ডলার দেবে।’
তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি। তবে তারা অবিবাহিত প্রেসিডেন্টের সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা জাপাতার ঘনিষ্ঠ বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।
গুরেরো জানান, মোরালেস ও জাপাতার একটি ছেলে ছিল। ছেলেটি ২০০৯ সালে মারা যায়।
মোরালেসও স্বীকার করেন, জাপাতার গর্ভে তার একটি সন্তান জন্ম নেয়। তবে জন্মের পরপরই শিশুটি মারা গেছে।
তবে জাপাতা সম্প্রতি দাবি করেন, শিশুটি জীবিত রয়েছে। এ প্রেক্ষাপটে আদালত ডিএনএ টেস্টের নির্দেশ দেয়। কিন্তু জাপাতা সরকারি চিকিৎসকরা ভুয়া ফলাফল দেবে এ অভিযোগে তুলে টেস্টের জন্যে শিশুটিকে হাজির করেনি।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া