এক তৃতীয়াংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস – জেলেনস্কি

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২২ সময়ঃ ১০:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ অপরাহ্ণ

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের প্রায় এক তৃতীয়াংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেবেন। কারণ কিয়েভ ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে হামলায়। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা মস্কোর বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের দুই কর্মচারীকে অপহরণ করার অভিযোগ করেছে।

এছাড়া রাশিয়ার বিমান হামলায় ৪০০টিরও বেশি অবকাঠামো লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহের শুরু থেকে রুশ হামলা ইউক্রেন জুড়ে ৪০০টিরও বেশি অবকাঠামো লক্ষ্যবস্তুকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইউক্রেনের সম্প্রদায় ও অঞ্চল উন্নয়ন মন্ত্রী ওলেক্সি চেরনিশভ বলেছেন যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ইরানের তৈরি ড্রোন ১০ অক্টোবর থেকে ইউক্রেনের ৪০৮টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লক্ষ্যমাত্রাগুলির মধ্যে রয়েছে ৪৫টি বিদ্যুৎ কেন্দ্রএবং ১৮০টিরও বেশি বেসামরিক ভবন।

চেরনিশভ জোর দিয়ে বলেছেন, ইউক্রেনীয়রা মস্কোর আক্রমণে ভীত হবে না। তিনি বলেছেন, “আগ্রাসীর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদেরকে আরও জোড় করে এবং কঠোর করে”।

সূত্র : আলজাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G