ফারাবীর দশ দিনের রিমান্ড আবেদন

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ashik rab 02.03.15_56179মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবীর দশ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে এ রিমান্ড আবেদন জানান ডিবি পুলিশের ইন্সপেক্টর ফজলুর রহমান।

বিকেল তিনটা নাগাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎকে ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার কথা ফারাবী স্বীকার করেন বলে পরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং কর্মকর্তা মুফতি মাহমুদ খান আরও বলেন, অভিজিৎ রায় হত্যার দু’ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খুনের দায় স্বীকার করে টুইট করে আনছারুল্লাহ বাংলা সেভেন নামে একটি সংগঠন।

এর পরিপ্রেক্ষিতে অভিজিতের ফেসবুক পর্যালোচনা করে দেখতে পাই, শফিউর রহমান ফারাবী নামে এক তরুণ বিভিন্ন সময় অভিজিৎকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলেন তিনি।

এরপর ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G