ফার্ষ্টএইড কিট এ যা রাখতে হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

downloadঅ্যাকসিডেন্ট হঠাৎ করেই ঘটে। হাত-পায়ের এখানে-সেখানে কেটে যাওয়া, শররের কোনো অংশ পুড়ে যাওয়া, হঠাৎ করে জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা ইত্যাদি ছোটখাটো বিপদ যখন-তখন ঘটতে পারে। এ বিপদে আপনার পরম বন্ধুর কাজ করবে একটি স্বয়ংসম্পূর্ণ ফার্ষ্টএইড কিট। একটি ফার্ষ্টএইড কিট যদি সবসময় আপনার বাড়িতে, আপনার অফিসে এবং ভ্রমণকালে আপনার ব্যাগের মধ্যে থাকে তাহলে ছোটখাটো বিপদে অন্তত আপনার মাথা গরম হবে না।

আপনার ফার্ষ্টএইড কিট কী দিয়ে সাজাবেন?

একটা ছোট বাক্সের মধ্যে

এক বোতল স্যাভলন, ১টি থার্মোমিটার

জীবণুমুক্ত ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি ভাঁজ করা গজ, পরিষ্কার সার্জিক্যাল তুলা

একটি এন্টিসেপটিক মলম, যেমন-জেনটোসেপ, বেটাডিন।

বিভিন্ন মাপের রোলার ব্যান্ডেজ,লিউকোপ্লাষ্ট বা মাইক্রোপোরের রোল

একটা ছোট কাঁচি, কিছু সেফটিপিন, ছোট সাইজের লিউকোপ্লাষ্ট

ওরাল স্যালাইন ৫ প্যাকেট

প্যারাসিটামল ট্যাবলেট ১০টি এবং ডাইক্লোফেন সাপোজিটরি ৫টা

অ্যান্টাসিড ট্যাবলেট ১০ টা

এনজিসড (গ্লিসারিন ট্রাই নাইট্রেট) ট্যাবলেট ৫ টা

পেটের অসুখের জন্য মেট্রোনিডাজল জাতীয় ওষুধ, যেমন-ফ্ল্যাজিল ৪০০ মি.গ্রা. ও ইমোটিল ক্যাপসুল

ছোট এক প্যাকেট গ্লুকোজ

অ্যাভোমিন ট্যাবলেট, ষ্টিমোটিল ট্যাবলেট, বিউটাপ্যান ট্যাবলেট ১ পাতা করে।

এ ছাড়া কোনো অসুস্থতার কারণে নিয়মিত খেতে হচ্ছে, এ রকম ওষুধও বাক্সে রাখবেন।

রক্তচাপ মাপার যন্ত্র ও ষ্টেথোস্কোপ।

প্রতিক্ষণ/এডি/সোহেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G