ফের ভূমিকম্প, এবার আন্দামানে
আন্তর্জাতিক ডেস্ক
দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে নেপাল, তখনই ফের ভূমিকম্প। তবে এবার নেপালে নয়; আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে।
মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিট ৪১ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৩।
এর উৎপত্তি স্থল ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ারের কাছ থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। আর ইন্দোনেশিয়ার সাবাং এলাকা থেকে ৬৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভারতের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিকম্প হলেও এতে সুনামির কোনো সতর্কতা নেই বলে আশ্বস্ত করেছেন ভূ-তাত্ত্বিকরা। ক্ষয়ক্ষতির কথাও এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, ২০০৪ সালে ভারত মহাসাগরে বড় ধরনের ভূকম্পনের কারণে যে সুনামির সুষ্টি হয়, তাতে কম করে ২ লাখ ২৮ হাজার মানুষ প্রাণ হারায়। তাদের একটি বড় অংশই ছিল ইন্দোনেশিয়ার। সেসময় আন্দামানেও প্রায় সাড়ে ৩ হাজার মানুষ মারা যায়।
প্রতিক্ষণ/এডি/নুর