ফের রিমান্ডে ফালু
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মিরপুর থানার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বেসকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে বুধবার বিকেল ৩ টায় রিমান্ডের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানী শেষে এ আদেশ দেন আদালত।
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
গত ২৮ জানুয়ারি মিরপুর থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মিরপুর থানার এসআই খন্দকার রাজিব আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে, ৭ ফেব্রুয়ারি বিস্ফোরক আইনে বাড্ডা থানায় দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
২ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।
১ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে ফালুকে বিভিন্ন মামলায় রিমান্ডে পাঠানো হয়।
প্রতিক্ষণ /এডি/বাবর