ফেসবুকে পুলিশ কর্মকর্তার বিতর্কিত ছবি
মুনওয়ার আলম নির্ঝর
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পুলিশ বাহিনী অনেক সময় অনেক অপরাধীকেই গ্রেফতার করতে পেরেছেন। ফেসবুক ব্যবহার করে অনেক সাইবার ক্রাইম অপরাধীর অবস্থান শনাক্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নিয়েছে পুলিশ। কিন্তু আজ সকালে ফেসবুকে এক পুলিশ কর্মকর্তা খুবই আপত্তিকর একটি ছবি পোস্ট করেন যা পুরো পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তিকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
মিন্টু ইসলাম নামে এই পুলিশ কর্মকর্তা সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে একটি পোস্ট দেন, যেখানে লেখা ছিল, “আজ সকালে আর বাঁচতে ইচচা করছে না মানুষ খুব খারাপ।” এই পর্যন্ত হলে ঠিক ছিল। কিন্তু তারপরই তিনি নিজের একটি ছবি পোস্ট করেন, যা আসলেই পুলিশ বাহিনীর ফেসবুক বন্ধুদের লজ্জায় ফেলে দেয়। তিনি নিজের যে ছবিটি পোস্ট করেন তাতে দেখা যায় লুঙ্গি পরে খালি গায়ে বসে আছেন এবং নিজের মাথায় পিস্তল ঠেকিয়েছেন আত্মহত্যার ভঙ্গিতে। তার কানে হেডফোন আর মুখে রয়েছে একটি সিগারেট। পেছনে তার ইউনিফর্মটি ঝুলতে দেখা যায়।
ছবিটি পোস্ট করার সাথে সাথে পুলিশ বাহিনীর তার সহকর্মীদের অনেকেই বিভিন্ন মন্তব্য দিতে শুরু করেন। পাশাপাশি সাধারণ জনগণের মাঝেও এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার দেখা যায়।
শামিম পারভেজ নামে একজন ছবিটির নীচে লিখেছেন ‘ক্রিমিনাল ‘ল’ তে এই পুলিশ সদস্যের বিচার করা হোক’।
মোঃ আলী নামে অপর একজন বলেন, ‘একজন পুলিশ অফিসার হিসেবে আপনার এই ছবিটা দেয়া কি ঠিক হল? যদি টিপসই মার্কা পুলিশ হন তাহলে আজই বাহিনী ছেড়ে চলে যান’।
এছাড়া দেখা গেছে পুলিশ সদস্যদের অনেকও ছবিতে মন্তব্য করেছেন এবং বাহিনীর সম্মান রক্ষার্থে ছবিটি ডিলেট করতে অনুরোধ করেছেন।
এ বিষয়ে জানার জন্য মিন্টু ইসলামের ফেসবুকে ম্যাসেজ দিলে তিনি কোন জবাব দেননি। বরং ছবি ও পোস্টটি মুছে ফেলেন। তবে স্ক্রিণ শর্টটি সংগ্রহ করে দর্শকদের জন্য দিয়ে দেয়া হলো।
সবাই যা পড়েছেঃ
# মুগ্ধ হবার মত ১০টি প্রাকৃতিক বিস্ময়
# ১৭ তলা থেকে পড়েও বেঁচে আছেন!(ভিডিও)
# যে কারণে আপনি মানুষের কাছে ঘৃনীত
# বিশ্বের সবচেয়ে দামি জিনিসগুলো
প্রতিক্ষণ/এডি/নির্ঝর