ফেসবুকে বিজেপিকে একহাত নিলেন মমতা

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

mamotaআন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

ফেসবুকে বিজেপির উদ্দেশ্যে কার্যত তোপ দাগলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকে নাম না করে বিজেপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, একটি বিশেষ জাতীয় রাজনৈতিকদল একটি বিশেষ সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে অনবরত ব্যস্ত রয়েছেন রাজ্যের শাসকদলের ব্যক্তিত্বদের নামে কুৎসা রটনায়।

কোনও রকম প্রমাণ্য নথি ছাড়াই শুধুমাত্র বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে উদ্ধৃত করে নানারকম কুৎসা তাঁদের নামে রটানো হচ্ছে। যা কিনা গণতন্ত্রের পক্ষে দুঃখজনক ঘটনা। এই ধরনের পদক্ষেপ যা কিনা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্য নষ্ট করছে।

একই সঙ্গে আঞ্চলিক দলগুলিকেও কার্যত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বলে ফেসবুকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার।

প্রতিক্ষণ/এডি/মনির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G