ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১৩

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৬ সময়ঃ ২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

fran-MMAP-md

ফ্রান্সের একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। শনিবার মধ্যরাতে রুয়েন শহরে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রুয়েন শহরের কিউবা লিবহা বারে শুক্রবার রাতে একজনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল। এ সময় ওই অগ্নিকাণ্ড ঘটে।

রাত ১২টা ৫০ মিনিটে অগ্নিনির্বাপণ বাহিনী খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে ৫০ জনেরও বেশি দমকলকর্মীকে ডাকা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। হতাহতদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বের্না ক্যাসিনোভে এক বিবৃতিতে বলেছেন, বারের বেইজমেন্ট থেকে ওই আগুনের সূত্রপাত হয়।

জঙ্গি হামলায় নিহত যাজক জ্যাম এমেলের শেষকৃত্য গত সপ্তাহে এ শহরেই অনুষ্ঠিত হয় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।  ৮৪ বছর বয়স্ক এমেলকে গত মাসে উত্তর নরম্যান্ডির একটি চার্চে গলা কেটে হত্যা করা হয়, যার দায় স্বীকার করেছে আইএস।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G