বগুড়ায় বুধবার থেকে ৪৮ ঘন্টার হরতাল

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

downloadবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে বগুড়া জেলায় ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে ২০ দলীয় জোট।

আজ সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আরফাত রহমান কোকোর গায়েবানা জানাজার আগে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ হরতালের ডাক দেয়া হয়। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

সমাবেশে ২০ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা দিয়ে বলেন, ‘এরমধ্যে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।’

সমাবেশ শেষে সেখানে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করে বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাও. আব্দূর কাদের। এ নামাজায় জেলা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিক্ষণ/এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G