বঙ্গোপসাগরে বিধ্বস্ত বিমান সনাক্ত, পাইলট নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিমান বাহিনীর এফ-৭ নামের একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেছে। তবে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ এখনো নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম বলেন, ‘বিধ্বস্ত হওয়া বিমানটির ইঞ্জিন সনাক্ত করা গেছে। আমাদের উদ্ধারকারী জাহাজ সিবিএস তৌহিদ বিমানের ভাঙা তিনটি অংশ উদ্ধার করেছে।’
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ঘটনাস্থলে বিমান বাহিনী, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের আলাদা টিম তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে বিমানের ইঞ্জিনের অবস্থান সনাক্ত করা গেছে। তবে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ এখনো নিখোঁজ রয়েছেন।’
এদিকে বিমান বাহিনী থেকে জানা যায়, সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে অভ্যন্তরীণ নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে এফ-৭ জঙ্গি বিমানটি উড্ডয়ন করে। ১১টা ১৪ মিনিটের দিকে কন্ট্রোল টাওয়ার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল সাড়ে ১১টার দিকে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
প্রতিক্ষণ/এডি/ফাহিম