বঙ্গোপসাগরে ১৪ ভারতীয় জেলে আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৪:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

jeleবঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি  জানান, রোববার সন্ধ্যায় মংলা বন্দর থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নৌবাহিনীর জাহাজ বিএনএস মেঘনা নিয়মিত টহল দিচ্ছিল।

এ সময় বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ‘এফবি কামিলী কামিনী’ নামক একটি ফিসিং ট্রলারসহ ১৪ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।

তাদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G