‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বেলাল নিহত

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ১০:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

bondukবাগরেহাটের শরণখোলা রেঞ্জে যৌথবাহিনীর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধান বনডাকাত বেলাল (৩৮) নিহত ও  তার সহযোগী ফরহাদ মুক্ত (৩৫)গুলিবিদ্ধ হয়েছে ।

রোববার রাত আড়াইটার পর এ ঘটনা ঘটে।

নিহত বেলাল মোড়লগঞ্জ থানার উত্তর গজালিয়া গ্রামের খোকন ফরাজীর ছেলে। গুলিবিদ্ধ ফরহাদ মুক্তএকই গ্রামের মকবুল ফরাজীর ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানায়, শরণখোলা বাজারের পাশে হাবিব হাওলাদারের পানির ঘাট এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বেলাল তার সহযোগীদের নিয়ে সুন্দরবনে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে বেলাল বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথবাহিনীও প্রায় ৭০ রাউন্ড গুলি ছোড়ে।

এতে বাহিনীপ্রধান বেলাল ঘটনাস্থলে নিহত হন। গুলিবিদ্ধ হন তার সহযোগী ফরহাদ। অন্যেরা পালিয়ে যায়। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G