বরখাস্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
প্রতিক্ষণ ডেস্কঃ
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির সিনেট। তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া জারি রাখার সিদ্ধান্তও নিয়েছে তারা।
সিনেটে বর্তমান প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। এতে রৌসেফের অভিশংসনের পক্ষে রায় দেন ৫৫জন সিনেট সদস্য আর বিপক্ষে রায় দেন ২২জন সিনেট সদস্য। উল্লেখ্য যে, ৪১টি ভোটই দিলমা রৌসেফকে বরখাস্ত করার পক্ষে যথেষ্ট ছিল। সিনেট সদস্যদের এমন বিশাল অংশের বৈরী মনোভাবের কারণে ভাবা হচ্ছে যে, ক্ষমতায় ফিরতে রৌসেফকে অনেক কাঠখড় পোড়াতে হবে।
রৌসেফের অভিশংসনকালীন সময়টাতে তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেমের নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
দিলমা রৌসেফ ব্রাজিলের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাঁকে রাষ্ট্রীয় ব্যাংকের অর্থ দ্বারা বাজেটের ফাঁকফোকর ভরানোর মাধ্যমে অর্থ আইন লংঘনের দায়ে অভিযুক্ত করা হয়। রৌসেফ এই অভিযোগ অস্বীকার করেন এবং অভিশংসনের পুরো ব্যাপারটিকে উদ্দেশ্য প্রণোদিত বলে জোর দাবি করেন।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া