বসুরহাটগামী বাসে পেট্রোল বোমা,দগ্ধ ১১

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৮:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

petrol_feni_banglanews24_112745292ফেনী জেলার দাগনভুঞায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় ১১ যাত্রী দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ফেনী থেকে ছেড়ে যাওয়া বসুরহাটগামী কবির হাট এক্সপ্রেস বাসটি দাগনভুঞার আমীরগাও আসলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।এতে এ হতাহতের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন মিলন, খোকন,বেলাল, মামুন, হোসাইন, মানিক, সোবহান, সবুজ, মাকসুদ, খোকন, সেমনা খাতুন প্রমুখ। এদের মধ্যে খোকন, সবুজ ও ছেমনা খাতুনের অবস্থা গুরুতর। ফেনী সদর হাসপাতালের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। বাকিদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান ও ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে খোকন ও ছেমনা আকতারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G