বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ পরিবার নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
বাংলাদেশী বংশোদ্ভূত একটি ব্রিটিশ পরিবার বাংলাদেশ থেকে যুক্তরাজ্য ফেরার পথে নিখোঁজ হয়েছেন। তবে বেডফোর্ডশায়ারের লুটন শহরে বসবাসরত ১২ সদস্যের ওই পরিবার তুরস্ক হয়ে সিরিয়ায়, ইসলামী জঙ্গি সংগঠন আইএসে যোগ দিয়েছে বলে ধারণা করছে যুক্তরাজ্য পুলিশ।
যদিও পরিবারটির কোনও সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, বাংলাদেশে একমাস অবস্থানের পর যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে গত ১১ মে তারা ইস্তাম্বুল পৌঁছান। পরে ইস্তাম্বুল থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও পরিবারটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ১২ সদস্যের ওই পরিবারে তিনটি শিশুও রয়েছে।
পরিবারের কর্তা ৭৫ বছর বয়সী মোহাম্মদ হান্নান ডায়াবেটিসের রোগী এবং গৃহকর্তী ৫৩ বছর বয়সী মিনারা খাতুন ক্যানসারের রোগী বলে জানা গেছে। পরিবারের অন্যান্য সদস্যরা হলেন, তাদের মেয়ে রাজিয়া খাতুন (২১), ছেলে মোহাম্মদ জায়েদ হোসেন (২৫), মোহাম্মদ তৌফিক হোসেন (১৯), মোহাম্মদ আবুল কাশেম সাকের (৩১) তারই স্ত্রী শাহিদা খানম (২৭), মোহাম্মদ সালেহ হসেন (২৬) ও তার স্ত্রী রোশনারা বেগম (২৪) এবং তাদের তিন সন্তান যাদের বয়স ১ থেকে ১১ এর মধ্যে।