বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘স্বাধীন-৭১’

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৭ সময়ঃ ৮:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Shadin 01আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগের শিক্ষার্থীদের সাত সদস্যের দল ‘টিম রেড-এক্স’ তৈরী করেছে আরবান কনসেপ্টের একটি গাড়ি । এর নাম দেয়া হয়েছে ‘স্বাধীন-৭১’। প্রচলিত গাড়ির সব ফিচারই থাকছে এতে। মাত্র ১৭০ কেজি ওজনের এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ৮০ সিসি ইঞ্জিন এবং ইএফআই প্রযুক্তি।  কম জ্বালানিতে বেশি ভ্রমণের উদ্দেশ্যেই উদ্ভাবন করা হয়েছে এই প্রযুক্তি।

টিম সদস্য আজিজুল বারী বলেন, এই গাড়িতে প্রচলিত গাড়ির সব ফিচারই থাকছে। ১ লিটার তেলে ৭০ কিলোমিটার চলতে সক্ষম ‘স্বাধীন-৭১’। গাড়িতে থাকবে একজন চালক। এর ওজন মাত্র ১৭০ কেজি। এই প্রযুক্তি উদ্ভাবনের উদ্দেশ্য হচ্ছে কম জ্বালানিতে বেশি ভ্রমণ।

আগামী ১৬-১৯ মার্চ সিঙ্গাপুরে চেঙ্গিস এক্সিবিউশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেল ইকো-ম্যারাথন এশিয়া ২০১৭’ ইভেন্ট। এ প্রতিযোগিতায় নিজেদের বানানো গাড়ির মডেল নিয়ে অংশগ্রহণ করে এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। গাড়ির জ্বালানি দক্ষতা নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই গাড়িটি।প্রতিযোগিতায় সম্মানজনক অবস্থান ধরে রাখার আশাবাদ রয়েছে তরুণ এই উদ্ভাবকদের মাঝে।

এ নিয়ে টিম সদস্য আজিজুল বারী আরও জানান, এই প্রতিযোগিতায় এশিয়ার অন্তত ১২১টি দল অংশ গ্রহণ করবে। গাড়ির নকশা ও বিস্তারিত বিবরণ জমা দিয়ে প্রতিযোগিতার প্রথম ধাপ পার করেছে টিম রেড-এক্স। এবার আমরা প্রস্তুত ম্যানিলায় মূলপর্বে অংশগ্রহণের জন্য ।’

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  উদ্বোধন করা হয়েছে গাড়িটি। উদ্বোধনী অনুষ্ঠানে এইউএসটি এর উপাচার্য এম এম সফিউল্লাহ বলেন, ‘আমাদের ছেলেরা প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে, এই জন্য আমরা খুশি।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G