বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৪ বিলিয়ন

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ১১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Bangladesh_bankপ্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ছাড়ালো।

বুধবার প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ এ নতুন রেকর্ড গড়লো।

এর আগে গত ফেব্রুয়ারিতে রিজার্ভের পরিমাণ ২৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল।

বাংলাদেশ ব্যোংক সুত্রে জানা যায়, রিজার্ভের এ পরিমাণ স্বাধীনতা পরবর্তী সময়ে সর্বোচ্চ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল।

মূলত রফতানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রা পরিস্থিতি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে।

এছাড়া অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বাড়ার ফলে আমদানি চাহিদা তুলনামূলক কম থাকায় এবং রফতানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির ফলে রিজার্ভ বাড়ছে বলে মনে করছেন তিনি।

২০১৩-১৪ অর্থবছর শেষে রেমিট্যান্স এক দশমিক ৬১ শতাংশ কমার পর এবারের এই প্রবৃদ্ধি রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। যদিও গত ফেব্রুয়ারি পর্যন্ত সাত মাসে ২ হাজার ৬৪৩ কোটি ডলারের আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২০ শতাংশ বেশি।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G