ক্রীড়া প্রতিবেদক
দুই ম্যাচের আনফিসিয়াল টেস্ট সিরিজে কাল মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডে টু’তে কাল ২৯ নেভেম্বর থেকে ২ ডিসেম্বর প্রথম আনফিসিয়াল টেস্ট আর সিলেটে দ্বিতীয় ম্যাচ ৬ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ ‘এ’ দল :
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলি অনিক (উইকেটকিপার), নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ এবং সুমন খান।
ভারত ‘এ’ দল :
অভিমন্যু ঈশ্বরন, রোহান কুন্নুম্মাল, ইয়াশভি জয়সওয়াল, ইয়াশ ঢুল, সরফরাজ খান, তিলক বর্মা, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, শ্রীকর ভরত, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদীপ সাইনি, অতীত শেঠ, চেতেশ্বর পূজারা ও উমেশ যাদব।