বাংলাদেশ-ভারত সিরিজ : টিকিট সর্বোনিম্ন ২০০ টাকা

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২২ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ বনাম ভারত ওডিআই সিরিজ দুই দিসন বাদেই মাঠে গড়াবে। কিন্তু আজ বিকেল অবদি টিকিট কত টাকা দামে বিক্রি করবে বিসিবি? এ তথ্য কেউ জানতে পারেনি। বিশেষ করে ক্রিকেট পাগল ভক্তরা টিকিটের দাম জানতে খবর জানতে মিডিয়া হাউজ গুলোতে যোগাযোগ করছিল খবর জানার জন্য।

অবশেষে সন্ধ্যার পর বিসিবি মিডিয়া কমিটি থেকে আসে টিকিট বিক্রির খবর। ঢাকা মিরপুরে ১ম ও ২য় ওডিআই ম্যাচের জন্য বিসিবির ঘোষিত দাম অনুযায়ী গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

বিসিবি জানিয়েছে মিরপুর স্টেডিযামের টিকিট কাউন্টার (শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম) টিকিট বিক্রি শুরু হবে শনিবার ৩ ডিসেম্বর থেকে। এছাড়া টিকিট ম্যাচের দিন ও ম্যাচের আগের দিন পাওয়া যাবে।

সূত্র : বিসিবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G