বাগেরহাট ৪ আসনে মোজাম্মেলের সমর্থনে প্যারিসে প্রচার সভা

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০১৮ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৯ অপরাহ্ণ

একরামূল, কপিল হক ফ্রান্স :

বাগেরহাট-৪ আসনে ডাক্তার মোজাম্মেল হোসেনকে বিজয়ী করার আহ্বান জানিয়েছে  তাঁর ফ্রান্স সমর্থক গোষ্ঠী। রাজধানী প্যারিসের একটি অভিজাত হলে ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ডাক্তার মোজাম্মেল হোসেন সমর্থক গোষ্ঠীর উদ্যোগে নৌকা র্মাকার সমর্থনে এক নির্বাচনীসভায় বক্তারা এ আহবান জানান ।

মোড়েলগঞ্জ পানগুছি নদীতে সেতু, সুন্দরবনসংলগ্ন শরণখোলায় পর্যটন কেন্দ্র, প্রস্তাবিত সেলিমাবাদ থানা প্রতিষ্ঠা করাসহ উন্নয়নমূলক অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারও বাগেরহাট-৪ আসনে ডাক্তার মোজাম্মেল হোসেনকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তারা।

হাওলাদার কবিরের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি সুনাম উদ্দিন খালেক,আলম বয়াতি,সুব্রত ভট্টাচার্য শুভ,আলি আহমদ যুবায়ের,মনির আহমেদ,মিতুন সাহা,আব্দুল্লাহ আল তায়েফ,সাঈদ হোসেন সহ আরো অনেকে।

সভায় বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী ও মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রন

 

 

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G