বাজারে আসছে ব্ল্যাকবেরি অ্যানড্রয়েড ফোন

প্রকাশঃ জুলাই ৬, ২০১৫ সময়ঃ ৯:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

blackberry-androidস্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি অ্যানড্রয়েড ফোন বাজারে আনতে যাচ্ছে। তাদের নতুন অ্যানড্রয়েড স্মার্টফোনটিতে ডুয়েল কার্ভ ডিসপ্লে থাকবে। এটি হবে স্লাইডার ফোন। স্লাইডারের নিচে ফিজিক্যাল কিবোর্ডও থাকবে।

গুঞ্জনের কারণ হলো এ বছরের মার্চে বার্সেলোনায় ওয়াল্ড মোবাইল কংগ্রেসে ব্ল্যাকবেরি অ্যানড্রয়েড স্মার্টফোন তৈরির কথা জানিয়েছিল। সম্প্রতি টুইটারে এধরনের একটি স্মার্টফোনের ছবিও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

টুইটারে প্রকাশিত টুইট ও ছবি দেখে জানা যায় এই ফোনটির কোড নেম ‘ভেনিস‘। ফোনটির ডিসপ্লে খানিকটা বাঁকানো। অনেকটা দেখতে গ্যালাক্সি এস৬ এর মত। ফোনটির নিচে স্পিকার রয়েছে।

ব্ল্যাকবেরির অন্য মডেল গুলোর মত এটিতেও ডেডিকেটেড সেন্ড এবং এন্ড কি রয়েছে। এটিতে ব্ল্যাকবেরি ওএস১০ অপারেটিং সিস্টেমের পরিবর্তে অ্যানড্রয়েডের হালনাগাদ অপারেটিং সিস্টেম জুড়ে দেয়া হবে।

গত মাসে রয়টার্স জানিয়েছিল, ব্ল্যাকবেরি অ্যানড্রয়েডের দিকে ঝুঁকছে। খুব শিগগিরই আসছে অ্যানড্রয়েড চালিত ব্ল্যাকবেরির স্মার্টফোন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G