বাজারে আসছে-‘ব্ল্যাকবেরি পাসপোর্ট সিলভার এডিশন’

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

black berryচীনা মোবাইল সংস্থাগুলির সঙ্গে কড়া টক্করের মধ্যে টিকে থাকতে ব্ল্যাকবেরি বাজারে আনলো তাদের পাসপোর্ট স্মার্টফোনের সিলভার এডিশনের ফোন সেটটি । এই ফোনটির অন্যতম বৈশিষ্ট হল এর ব্যাটারি লাইফ। ৩০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ মিলবে এই ফোনে এমনটাই দাবি করছে সংস্থাটি।

নয়া ব্ল্যাকবেরি পাসপোর্ট সিলভার এডিশন -এ মিলছে বেস্ট ইন ক্লাস ব্যাটারি ব্যাকআপ। বড় স্ক্রিন, হাই রেজ্যুলিউশন, কার্ভড কর্ণার, টাচ এনাবেলড কি-প্যাড-সহ এই ফোনের অন্যতম বৈশিষ্ট হল এর স্টেইনলেস স্টিলের ফ্রেম।

এই ফোনে রয়েছে কোয়াড কোর ২.২ গিগা হার্ডডিস্ক প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ১৩ মেগাপিক্সেলের ওআইএস রিয়ার ক্যামেরা ও ৩২ জিবি ইনবিল্ট মেমোরি যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত।

আপাতত উত্তর আমেরিকায় মিলছে নয়া সিলভার এডিশনটি। সেখানে ফোনটি মিলছে ৫৪৯ মার্কিন ডলারে। চলতি সপ্তাহে ইউরোপের বাজারেও চলে আসবে। তবে ভারতের কবে রিলিজ করবে সে নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি ব্ল্যাকবেরি।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G